মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লিখার নিয়ম-আয় করার সহজ উপায়

মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লিখার নিয়ম সম্পর্কে জানব।বর্তমান যুগে মোবাইল হচ্ছে মানুষের জীবনের একটি অংশ।মানুষ এখন সব কাজ মোবাইলের মাধ্যমে করে থাকে যেমন আর্টিকেল লিখা, ব্লগিং, ফ্রিল্যান্সিং,সোশ্যাল মিডিয়া এবং ব্যবসার কাজ এর মাধ্যম দিয়ে আয় করে থাকে।

মোবাইল-দিয়ে-বাংলা-আর্টিকেল-লিখার-নিয়ম
বিশেষ করে বাংলা ভাষার আর্টিকেল লেখা নতুন সুযোগ।মোবাইল দিয়ে আর্টিকেল লেখার কাজটা খুব সহজে করতে পারবেন এবং ঘরে বসে আয় করতে।আর্টিকেলে জানব মোবাইল ব্যবহার করে কিভাবে বাংলা আর্টিকেল লিখবেন এবংসেগুলো ব্লগে প্রকাশ সেই সম্পর্কে বিস্তারিত জানবো।

পেজ সূচিপত্রঃ মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লিখার নিয়ম-আয় করার সহজ উপায়

মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লিখার নিয়ম

মোবাইল দিয়ে আমরা কথা বলা, ব্যবসার কাজ, যোগাযোগেরএবং সব বিষয়ে কাজ করে থাকে মোবাইলের মাধ্যমে। মোবাইল ছাড়া কোন কাজ করা সম্ভব না। বর্তমানে ব্লগ আর্টিকেল লেখা এখন জনপ্রিয় হয়ে উঠেছে। কেউ কেউ ভাবে আমার কাছে তো কম্পিউটার বা ল্যাপটপ কিছুই নাই।

তাহলে আমি কিভাবে লিখব। এখন মোবাইলের মাধ্যমে বাংলা আর্টিকেল লেখা সম্ভব এবং সেখান থেকেও আপনি ঘরে বসে আয় করতে পারবেন খুব সহজে। চলুন তাহলে কিভাবে মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লিখার নিয়মগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি।

নিশ নির্বাচনঃ বাংলা আর্টিকেল লেখার সময় প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে নিশ বা আপনি কোন বিষয়ের উপর লিখতে চান। নির্বাচন করার সময় মাথায় রাখবেন পাঠক কোন বিষয়ে পড়তে আগ্রহী। এমন  বিষয়ে নিশ নির্বাচন করবেন যাতে করে পাঠকের সমস্যার সমাধান দিবে, শিক্ষামূলক, তথ্য ও প্রযুক্তি, লাইফ স্টাইল, সুস্বাস্থ্য ও চিকিৎসা এবং বিভিন্ন ধর্মীয় বিষয়ে ও ট্রেন্ডিং বা জনপ্রিয় হবে। উদাহরণ কিভাবে মোবাইল দিয়ে ব্লগিং শুরু করবেন, মোবাইল দিয়ে অনলাইন আয় করা সহজ এবং বাংলা কনটেন্ট লেখা শিখুন ইত্যাদি এরকম বিষয়গুলো নির্বাচন করবেন।

কিওয়ার্ড রিসার্চঃ বাংলা আর্টিকেল লিখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ।SEO এর জন্য কিওয়ার্ড ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল ও খুব সহজে কিওয়ার্ড পাওয়া যায়। কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি গুগল থেকে উবার সাজেস্ট অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এতে করে আপনি খুব সহজে আপনার পছন্দ মতন কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

আর্টিকেল লেখার ফরম্যাট ঠিক করাঃ মোবাইল দিয়ে আর্টিকেল লেখার পড়া সুবিধার্থে শিরোনাম, হেডিং, প্যারাগ্রাফ আঁকারে, বুলেট, নাম্বারিং, পেজ সূচিপত্র, লার্জার, বোল্ট ইত্যাদি বিষয়ে ফরমেট করে লিখতে হবে। সেই সাথে যে বিষয়ে আপনি আর্টিকেল লিখবেন তার ওপরে একটি আকর্ষণীয় ছবি দিতে হবে।

লিখার সময় এটা মাথায় রাখবেন লেখাগুলা যাতে প্যারাগ্রাফ আকারে ৩-৪ লাইনে যথেষ্ট। উপশিরোনাম H2-H3 ফরম্যাট ব্যবহার করুন. তথ্যগুলোকে সাজাতে বুলেট বা নম্বর ব্যবহার করুন।

লেখা শুরু করাঃ আর্টিকেল লেখার সময় মাথায় রাখবেন লেখা গেল যেন সহজ ভাষা এবং বন্ধুত্বপূর্ণ হয়। এসইও অনুযায়ী ১৫০০-২০০০ শব্দের মধ্যে আর্টিকেল লিখা ভালো। লেখার সময় অবশ্যই মাথায় রাখবেন পরিচিতির বিষয়ে ব্যাখ্যা, সমস্যা সমাধান এবং উপসংহার অনুসারে হোক।

যাচাই করুনঃ আপনার যখন লিখা শেষ হয়ে যাবে তখন আপনি পুরো আর্টিকেলটা বানান এবং ব্যাকরণ গুলো যাচাই করুন। যাচাই করার জন্য google docs,grammarly অ্যাপ মোবাইলে ব্যবহার করা যায়।

মোবাইল দিয়ে আর্টিকেল লিখার জন্য প্রয়োজনীয় জিনিস

মোবাইল দিয়ে আপনি আর্টিকেল লিখবেন তার জন্য আপনার প্রয়োজনীয় কিছু জিনিস থাকা দরকার। এবং সেগুলোর ব্যবহার আপনাকে সঠিকভাবে জানতে হবে। আপনার যদি সে জিনিসগুলো না থাকে বা আপনি যদি ব্যবহার না জানেন তাহলে তা আর্টিকেল লিখতে পারবেন না। চলুন আর্টিকেল লেখার জন্য কি কি জিনিস প্রয়োজন আমাদের সেটার জেনে নিন।

  • আর্টিকেল লিখার জন্য আপনার থাকা লাগবে কম্পিউটার বা ল্যাপটপ। আপনার যদি এগুলো না থাকে তাহলে আপনি স্মার্টফোন, যে কোন এন্ড্রয়েড বা iphone। বড় স্কিন হলে লিখার জন্য ভালো।
  • আর্টিকেল লিখার জন্য আপনার মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ থাকা জরুরী। তাই আপনাকে ভালো মানের একটা ইন্টারনেট সংযোগ ফোনে রাখতে হবে। ইন্টারনেট সংযোগ ছাড়া লিখা সম্ভব নয়।
  • লেখার জন্য আপনাকে বাংলা টাইপিং জানতে হবে। বাংলা টাইপিং এর জন্য Gboard, রেডমিক কিবোর্ড, অভ্র কিবোর্ড বা Swikftkey ব্যবহার করা যায় বাংলা লিখার জন্য।
  • বাংলা আর্টিকেল লিখে সংরক্ষণ করার জন্য গুগল ডক্স, মাইক্রোসফট ওয়ার্ড বা সিম্পল নোট এ অ্যাপ গুলো আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন নিজের নামে।
  • আর্টিকেল লিখে সেটাকে এসিও করার জন্য আপনাকে উবার সাজেস্ট, গুগল কিওয়ার্ড ব্যানার ইত্যাদি মোবাইল অ্যাপ ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করার জন্য  অ্যাপস গুলো প্রয়োজন। 

মোবাইল দিয়ে আর্টিকেল লেখার উপায়

মোবাইল দিয়ে আপনি যদি আর্টিকেল লিখতে চান তার জন্য আপনাকে কিছু নিয়ম বা উপায় মানতে হবে। আপনি লিখার জন্য গুগল গুগল ডক্স এর মত টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। আবার Medium বা অন্য প্লাটফর্মে নিজস্ব অ্যাপ ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি এ আই রাইটিং টুল যেমন চ্যাট জিপিটি, জিমিনি বা grammarly এর সাহায্য নিতে পারেন।

আরো পড়ুনঃ  অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ১১টি বিষয়ে জানা প্রয়োজন

আপনি যদি দ্রুত আর্টিকেল তৈরি করতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে। এর জন্য আপনাকে পদ্ধতি গুলো জানতে হবে এবং এ আই টুল এর ব্যবহার করে নিয়ম গুলো জানতে হবে। এগুলোর ব্যবহারের জন্য আপনি সঠিকভাবে জানতে পারেন তাহলে মোবাইল দিয়ে আর্টিকেল খুব সহজে লিখতে পারবেন।

আর্টিকেল লিখে ব্লগে প্রকাশের উপায়

মোবাইল ব্যবহার করে লেখা আর্টিকেল প্রকাশ করার জন্য ভাবছেন। আর্টিকেল লিখে প্রকাশ করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। আর্টিকেল লিখে আপনি সেখানে প্রকাশ করতে পারেন। যেমন ওয়ার্ডপ্রেস, ব্লগার, মিডিয়াম, ফেসবুক নোটস বা পেজ এবং লিংডোম এর মাধ্যমে সহজে প্রকাশ সম্ভব আর্টিকেল। প্রকাশের সময় এসইও ট্যাগ, শিরোনাম, ছবি এবং ব্যবহার করে ট্রাফিক বৃদ্ধি করা যায়।

এসব সাইটে আর্টিকেল লিখে ব্লগ প্রকাশ করতে আপনাকে প্রথমে একটি ব্লগিং প্ল্যাটফর্ম বেছে নিতে হবে। যেমন ওয়ার্ড প্লেস বা ব্লগার। এরপর একটি ডোমেন নাম এবং হোস্টিং কিনুন। তৈরি করুন এবং কাস্টোমাইজ করুন নিজের মতন করে। তারপর একটি বিষয় নির্বাচন করুন যেটা দে লিখবেন লেখা শেষ হয়ে গেলে আপনার ব্লগে সেটি প্রকাশ করুন। ব্লগে প্রকাশ করার জন্য আর্টিকেলটি এসইও এর জন্য অপটিমাইজ যাতে এটি খুব সহজে খুঁজে পাওয়া যায়।

মোবাইল দিয়ে লেখা আর্টিকেল থেকে আয় করার উপায়

মোবাইলে আর্টিকেল লিখে আয় করা সম্ভব। এজন্য বাংলা আর্টিকেল লিখে আয় করা অনেক উপায় আছে। গুগল এডসেন্স ব্যবহার করে ওয়ার্ডপ্রেস বা ব্লগে বিজ্ঞাপন দেখালে প্রতি ভিজিট থেকে আয় করা যায়। এছাড়া বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন Fiverr, upwork বা Workana তে বাংলা আর্টিকেল লিখা বা ব্লক ম্যানেজমেন্টের এর কাছে পাওয়া যায়।

প্রথমে ছোট আয় থেকে শুরু করে প্রতি আর্টিকেলে ৫০০-২০০০ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া মোবাইল দিয়ে লিখা আর্টিকেলগুলো ই-বুক বানিয়ে amazon, kindle বা PDF আকারে বিক্রি করা যায়। ব্লগে প্রোডাক্ট রিভিউ দেখে এফিলিয়েট লিংক ব্যবহার করে আয় করা সম্ভব।

যদি আপনার ব্লগে ভিজিটর বেশি হয় কোম্পানি বা ব্র্যান্ড ইস্পন্সর কন্টেন্ট লিখে দিতে পারেন। আপনি যদি বাংলা কনটেন্ট সুন্দর ও সহজ ভাষায় লিখতে পারেন তাহলে খুব সহজে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন।

মোবাইল ব্যবহার করে লিখার জন্য কিছু টিপস

আপনি যদি মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লিখার নিয়ম বা সহজে লিখতে চান তাহলে আপনাকে লেখা সম্পর্কে জানতে হবে। এজন্য আপনাকে প্রতিদিন লিখার অভ্যাস করতে হবে। গুগল থেকে আইডিয়া নিতে হবে। যে বিষয় নিয়ে লিখবেন তার ওপরে পোস্ট, ছবি ও ভিডিও যুক্ত করুন। 

পাঠক যেন সহজে বুঝতে পারেন তার জন্য সহজ ভাষা প্রয়োগ করুন লিখার মধ্যে।পোস্ট লেখার সময় ছোট করে প্যারাগ্রাফ করুন। এসইও করা আর্টিকেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এজন্য কিওয়ার্ড, মেটা  ডিসক্রিপশন ব্যবহার করবেন।

মোবাইল দিয়ে আর্টিকেল লেখার সুবিধা

মোবাইল দিয়ে আর্টিকেল লেখার অনেক সুবিধা রয়েছে। আপনি যদি সঠিকভাবে লিখতে পারেন তাহলে আপনার আয় করা সম্ভব। তার জন্য আপনাকে কিছু উপায় অবলম্বন করতে হবে। মোবাইল দিয়ে আপনি আর্টিকেল লিখলে যে কোন জায়গা থেকে লিখা যায়। শুধু মোবাইল আর ইন্টারনেট লাগবে কম খরচও লেখা সম্ভব।

আরো পড়ুনঃ শিক্ষার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ এবং প্রস্তুতির ১০ টি ব্যবহার

আপনার লেখা শেষ হয়ে গেলে আপনি সরাসরি ব্লগে আপলোড করতে পারবেন। বিভিন্ন অনলাইন মাধ্যম থেকেও আপনি আয় করতে পারবেন। আপনার লেখা অন্যদেরকে পড়ার সুযোগ করার জন্য। একটি পোর্টফলিও তৈরি করুন।

আর্টিকেল লিখার সময় সাবধানতা

মোবাইল দিয়ে আর্টিকেল লেখার সময় সাবধানতা অবলম্বন করুন। কারণ মোবাইলের স্কিন হচ্ছে ছোট। লিখতে অনেক সময় কঠিন হয়ে যায়। যেমন স্ক্রিন ছোটো তাই লিখা কঠিন, টাইপিং হতে পারে এবং ব্যাকআপ না থাকলে ডাটা হারানো সম্ভব। তবে বড় স্ক্রিনে মোবাইলে বার ট্যাবলেট ব্যবহার কি-বোর্ড শটকাট এবং ক্লাউড স্টোরেজ ব্যাকআপ রাখলে এর সমস্যাগুলোর সমাধান হয়।

FAQ:প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ ব্লগ থেকে কি ধরনের আয় হয়?

উত্তরঃ ব্লক থেকে বিভিন্ন ধরনের আয় করা সম্ভব। যদি আপনি সঠিকভাবে অনলাইন সম্পর্কে ধারণা থাকে এবং আর্টিকেল লেখায় আপনি দক্ষ থাকলে ব্লগ থেকে আয় হয়।

প্রশ্নঃ কিভাবে অনলাইনে টাকা আয় করা যায়?

উত্তরঃ অনলাইনে টাকা আয় করার জন্য বিভিন্ন উপায় রয়েছে। আপনি যদি সেই উপায়গুলো সম্পর্কে দক্ষতা বা স্কেল অর্জন করতে পারেন তাহলে আপনি অবশ্যই অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন। যেমন ফ্রিল্যান্সিং, ব্লগিং, গুগল এডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক এবং ইউটিউব।

প্রশ্নঃ মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়?

উত্তরঃ হ্যাঁ, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। তবে আপনার কাজে ধরনের অপর এটি নির্ভর করবে আপনি কোন বিষয়ে কাজ করতে পারবেন।

প্রশ্নঃ ছোট গল্প লিখে কি আয় করা যায়?

উত্তরঃহ্যাঁ, ছোট গল্প লিখে আয় করা সম্ভব। এর জন্য আপনাকে ভালো মানের এসইও ফ্রেন্ডলি গল্পের মান যদি ভাল হয় অবশ্যই আপনি ছোট গল্প লেখ টাকা ইনকাম করতে পারবেন।

প্রশ্নঃ ব্লক থেকে কি ধরনের আয় হয় প্যাসিভ ইনকাম?

উত্তরঃ ব্লক থেকে প্যাসিভ আয় মূলত বিভিন্ন অনলাইন বিজ্ঞাপন, এফিলিয়েট মার্কেটিং এবং ডিজিটাল পণ্য বিক্রির মাধ্যমে আছে যেখানে একবার কন্টেন্ট তৈরি করার পর নিয়মিত আয় হতে থাকে।

শেষ কথা মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লিখার নিয়ম-আয় করা সহজ উপায়

মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লেখা সহজ এবং লাভজনক। আপনি যদি নিয়মিত আর্টিকেল লিখেন, এসইও ব্যবহার, সঠিক প্রকাশের মাধ্যম এবং ধৈর্য থাকলে অনলাইনে আয় করা সম্ভব। বাংলা ব্লগিং এর মাধ্যমে শুধু জ্ঞান শেয়ার নয়, আয়ও করা সম্ভব। মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লিখার নিয়ম, সঠিকভাবে প্রকাশ ও প্রমোট করলে আয় করা একবারই সম্ভব।

 আর্টিকেল পড়ে আপনার যদি আর্টিকেল লিখে আয় করার ইচ্ছা হয় তাহলে আজ থেকে লেখা শুরু করে দিন এবং কিভাবে ছোট ছোট লেখা আপনাকে বড় অর্জনের পথে নিয়ে যাই সেটা আপনি ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে জানান ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url